রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অর্থনীতির নেতিবাচক প্রভাব

রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। বাংলা এই প্রবাদটি বড় বেশি মানানসই হয়ে পড়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব নিয়ে। প্রায় ৬ হাজার কিলোমিটার দূরে দুুই প্রতিবেশির যুদ্ধে জ্বালানি তেল থেকে শুরু করে এমন কোনো পণ্য নেই যার দাম বাড়েনি। শিগগিরই এই যুদ্ধ শেষ হবে- এমনটাও ভাবছেন না না রাশিয়া এবং বাংলাদেশে ব্যবসা আছে এমন একজন ব্যবসায়ী নেতা। অর্থনীতি বিশ্লেষকরাও একমত, আমেরিকা না কি রাশিয়া-চীনের নেতৃত্বে দল ভারী হবে- তার ফায়সালা না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ