বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সব বক্তব্য অনলাইন থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টের এজলাস কক্ষে বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মধ্যে টানা ৩০ মিনিটের মতো হট্টগোলের পর এজলাস ছেড়ে চলে যান বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম। বিটিআরসির আইনজীবী জানিয়েছেন, আদালতের আদেশের পরিপ্রক্ষিতে এখনই অনলাইন মাধ্যম থেকে তারেক রহমানের বক্তব্য সরিয়ে ফেলতে কাজ শুরু করবে বিটিআরসি।
বিজ্ঞাপন