ঘরে পড়ে ছিল সাংবাদিকের অর্ধগলিত লাশ

ঢাকার পল্লবীতে সাংবাদিক কলোনিতে একটি ফ্ল্যাট থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিপ্লব জামানের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সাত দিন সাংবাদিক বিপ্লব জামানের কোনো খোঁজ ছিল না।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার বিকালে পুলিশ ওই বাসায় গিয়ে বিপ্লব জামানের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। বিপ্লব জামান (৬৫) ইংরেজি দৈনিক ফাইনেন্সিয়াল এক্সপ্রেস এর সংবাদ উপদেষ্টা (নিউজ কনসালটেন্ট) ছিলেন।

ঘটনাস্থল থেকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, পল্লবীতে সাংবাদিক প্লটের ৭ নম্বর সড়কের একটি ভবনের ফ্লাট থেকে সাংবাদিক বিপ্লবের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থলে কাজ শুরু করেছে। যতটুকু দরজার ফাঁক দিয়ে দেখা গেছে মরদেহটি বারান্দায় পড়ে আছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় মরদেহটি পচতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে।

৬৫ বছর বয়সী বিপ্লব জামান ওই বাসায় একাই থাকতেন। ফ্ল্যাটটির মালিক রফিকুল ইসলাম ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সাবেক জ্যেষ্ঠ বার্তা পরামর্শক।

জানা যায়, বিপ্লব জামানের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে ঢাকার অন্য এলাকায় থাকেন। খবর পেয়ে তারা মিরপুরের উদ্দেশে রওনা হয়েছেন।

অর্ধগলিত লাশমিরপুরলাশ উদ্ধারসাংবাদিক