নির্বাচন সামনে রেখে সরকার নিজেদের মতো প্রশাসন সাজাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, আগামী নির্বাচনে বিরোধী দল তথা বিএনপির নেতারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য মিথ্যা মামলা দিয়ে তড়িঘড়ি করে সাজা দেয়া হচ্ছে।
এ অবস্থা থেকে মুক্তি পেতে এখনই সবাইকে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জানান মির্জা ফখরুল।
গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সরকারের পদত্যাগের একদফা দাবিতে এবং নেতা-কর্মীদের মামলায় সাজা দেয়ার প্রতিবাদে এই সমাবেশ। জনমতকে তোয়াক্কা না করে সরকার কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে বলে অভিযোগ বিএনপি নেতাদের।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীদের আটক করে সাজা দিতে মাঠ পর্যায়ে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, মামলা ও সাজা দিয়ে আন্দোলন দমানো যাবে না।
সমাবেশে মানবাধিকারকর্মী আদিলুর রহমানকে সাজা দেয়ার নিন্দা জানান বিএনপি নেতারা।
বিজ্ঞাপন