দেশের মধ্যাঞ্চলের প্রাচীন ও বৃহত্তম বিল আড়িয়াল বিল। পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝখানে অবস্থিত এবং মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত বিশাল আয়তনের এ অবভূমির রয়েছে প্রাণিবৈচিত্র্য আর কৃষি অর্থনীতির ঐতিহ্যবাহী গুরুত্ব। কিন্তু মানুষের অসচেতনতা ও অপরিকল্পিত কর্মকাণ্ডে বিনষ্ট হচ্ছে আড়িয়াল বিলের প্রাকৃতিক পরিবেশ ও কৃষি।
বিজ্ঞাপন