বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল সেনাসদস্যের হাতে নিহত হন তিনি।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতারা।

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।  ধারাবাহিকভাবে তা চলবে ১৫ জুন পর্যন্ত।

বিজ্ঞাপন

৪২তম মৃত্যুবার্ষিকীজিয়াউর রহমানবিএনপিমৃত্যুবার্ষিকীসাবেক রাষ্ট্রপতি