যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংকের আকস্মিক পতনের অপ্রত্যাশিত প্রভাব পড়েছে দীর্ঘ ১৩,০০০ কিমি দূরে মুম্বইয়ের ১১৬ বছর বয়সী একটি সমবায় ব্যাংকে৷
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সিলিকন ভ্যালি ব্যাংকের পতন বিশ্বব্যাপী আর্থিক সঙ্কটের সময়ে সবচেয়ে বড় ব্যাংকিং ব্যর্থতা, তবে এই ব্যর্থতার প্রভাব ধীর গতিতে বিস্তার করতে শুরু করেছে।
বন্ধ হয়ে যাওয়া সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)’র সাথে সংক্ষিপ্ত নামের মিল থাকার কারণে বিড়ম্বনায় পড়েছে মুম্বাইয়ে অবস্থিত ‘এসভিসি কো-অপারেটিভ ব্যাংক’ নামের একটি ব্যাংক। সম্প্রতি তারা একটি টুইটে তাদের নামের বিষয়টি পরিস্কার করে জানিয়েছে।
টুইটারে তারা জানায়, “এসভিসি ব্যাংক ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিবি) সাথে সম্পূর্ণভাবে সম্পর্কহীন। আমরা আমাদের সদস্য, গ্রাহক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের নামের মিলের কারণে তৈরি হওয়া ভিত্তিহীন গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করছি।”
তারা আরও বলে, তাদের ব্র্যান্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য গুজব ছড়ানোর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার তারা রাখে।
পুঁজি সংকটের কারণে ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ ঋণদাতা প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
বর্তমানে ব্যাংকটির দায়িত্ব নিতে যাচ্ছে ইউএস ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)।
অন্যদিকে এসভিসি ১৯০৬ সালে প্রতিষ্ঠিত একটি ভারতীয় ব্যাংক, শুক্রবার ক্যালিফোর্নিয়ার ব্যাংক নিয়ন্ত্রকদের দ্বারা বন্ধ করে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিবি) সাথে যার কোন সম্পর্ক নেই৷
বিজ্ঞাপন