হঠাৎ বেইজিং সফরে হেনরি কিসিঞ্জার, চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত

মার্কিন যুক্তরাষ্ট্রর সাথে চীনের চলমান অস্থিরতার মাঝেই যুক্তরাষ্ট্রর সাবেক শীর্ষ কূটনীতিক হেনরি কিসিঞ্জারের সঙ্গে সাক্ষাত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বিবিসি জানায়, কিসিঞ্জার হঠাৎ করে বেইজিং সফরে গেলে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে জানিয়েছে, তিনি (হেনরি কিসিঞ্জার) একজন মার্কিন নাগরিক এবং ইচ্ছামত সফর করার বিষয়ে তার অধিকার রয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, তিনি (হেনরি কিসিঞ্জার) সম্ভবত মার্কিন-চীন আলোচনার জন্য একটি মাধ্যম হিসেবে কাজ করছেন।

কিসিঞ্জারকে দিয়াওইউতাই স্টেট গেস্টহাউসে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট। তবে তাদের আলোচনার বিস্তারিত সম্পর্কে কিছু জানা যায়নি।

১০০ বছর বয়সী যুক্তরাষ্ট্রের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী ১৯৭০ এর দশকে চীনকে কূটনৈতিক বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসতে সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

বিজ্ঞাপন

চীনমার্কিন যুক্তরাষ্ট্রশি জিনপিংহেনরি কিসিঞ্জার