প্রায় অসম্ভবকে সম্ভব করার চ্যালেঞ্জ বাংলাদেশ ব্যাংক গভর্নরের সামনে। প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণা করা মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনতে কী চমক দেখাবেন তিনি? অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, যে নামেই হোক ব্যাংক ঋণের সুদ হার বাড়াতেই হবে; সাড়ে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের কঠিন চ্যালেঞ্জও বিবেচনায় রাখতে হবে গভর্নরকে। আগামী মুদ্রানীতিতে প্রয়োজনে কঠোর এবং অজনপ্রিয় সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
বিজ্ঞাপন