সাধ আর সাধ্যের টানাপোড়েনের বাজেট পেশ হচ্ছে বৃহস্পতিবার

সাধ আর সাধ্যের টানাপোড়েনের বাজেট পেশ হচ্ছে বৃহস্পতিবার। দেড় দশকের উন্নয়নের পর ‘স্মার্ট বাংলাদেশের অগ্রগতি’ শীর্ষক বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য সবচে বড় অগ্রাধিকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা। অবশ্য কতোটুকু পারবেন সেটা বিচারের ভার ভবিষ্যতের হাতে ছেড়ে দিয়ে মূল্যস্ফীতি ৬ ভাগের কাছাকাছি রাখার উচ্চাভিলাষ দেখাবেন তিনি। বাস্তবতা মাথায় রেখে বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭শ ৮৫ কোটি টাকা। পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেছেন, অন্যবারের মতো চমক দেখনোর কোন ঝুঁকি নেয় নি সরকার।

জাতীয় বাজেট ২০২৩-২৪বাজেটমূল্যস্ফীতিসরকার