ভিসা প্রতারণা বিষয়ে সতর্ক করলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত

মোঃ মোশারফ, কুয়েত প্রতিনিধি

বাংলাদেশ দূতাবাস কুয়েতের অফিশিয়াল ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় প্রবাসীদের সতর্ক করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান (এনডিসি পিএসসি)।

তিনি ভিডিও বার্তায় জানান, যারা কুয়েতে বিভিন্ন কোম্পানিতে আছেন তাদেরকে ভিসা প্রতারকরা প্রলোভন দেখায়, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিবে বলে। তাদের জানা উচিৎ তারা যেই কোম্পানিতে আছে সেই কোম্পানির ভিসায় ট্রান্সফার হবে কিনা, সেটার আগে খোঁজ নেয়া। মিথ্যা প্রলোভনে পা দিয়ে শুধুমাত্র কথার আশ্বাসে যাতে টাকা পয়সা লেনদেন না করে। যদি কেউ এমন প্রলোভন দেখায় তাহলে তাদের বিরুদ্ধে দূতাবাসে এসে অভিযোগ করুন। দূতাবাস তার ব্যবস্থা নিবে।

রাষ্ট্রদূত আরও বলেন, অনেকে প্রবাসে থেকে দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী অপপ্রচার চালাচ্ছেন। তাদের অনুরোধ করবো আপনারা এমন কিছু করবেন না যেটার কারণে আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। আপনারা রেমিট্যান্স যোদ্ধা। আপনাদের রেমিট্যান্স দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২০-২০২১ অর্থবছরের চেয়ে ২০২২ সালে আপনাদের পাঠানো রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে। তাই আপনারা আপনাদের কষ্টার্জিত টাকা বৈধ পথে পাঠিয়ে নিজের এবং পরিবারের উপকার করবেন।

বিজ্ঞাপন

কুয়েত