তিস্তা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

উজান থেকে নেমে আসা ঢল ও গত কয়েক দিনের টানা বর্ষণে তিস্তা নদীর পানি বেড়ে রংপুর ও লারমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রংপুরে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে ৬ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে। পানিবন্দি হয়ে পড়েছে নদী তীরবর্তি নিম্নাঞ্চলের কমপক্ষে ৫ হাজার পরিবার।

বিজ্ঞাপন

তিস্তা নদীবিপৎসীমারংপুর