মাশরাফির বায়োপিকে অভিনয় করতে চান তৌসিফ!

শোবিজের নির্মাতা শিল্পী কলাকুশলীরা মিলে আয়োজন করেছেন সেলিব্রিটি ক্রিকেট লীগ (সিসিএল)। সেখানে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের টিমে সহ অধিনায়ক হিসেবে খেলছেন নাটকের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

বুধবার রাতে ঢাকার ভাটারা এলাকায় শেফস টেবিলের অনুশীলন মাঠে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে এই অভিনেতা জানান, তিনি সুযোগ পেলে বাংলাদেশে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বায়োপিকে অভিনয় করতে চান।

কোন ক্রিকেটারের বায়োপিকে অভিনয় করতে চান? উত্তরে তৌসিফ বলেন, সুযোগ পেলে অবশ্যই মাশরাফি বিন মর্তুজা ভাইয়ের বায়োপিকে অভিনয় করতে চাইবো। তিনি আমার নাম্বার ওয়ান চয়েজ। শুধু ক্রিকেটার হিসেবে নয়, একজন মানুষ হিসেবে তিনি আমার আইডোলাইজার।

তৌসিফ মাহবুব বলেন, ব্যক্তি মাশরাফি সম্পর্কে যে সঠিকভাবে জানবে সে তার ফ্যান হয়ে যাবে। ক্যারিয়ারে লম্বা সময় তিনি পায়ের ইনজুরিতে ভুগতেন। শুনেছি সকাল ঘুম থেকে উঠে আধা ঘণ্টা লাগতো তার পা ঠিক করতে। ওই মানুষটার ফ্যান না হয়ে উপায় নেই।

২০১৩ সালে ভালোবাসা দিবসে প্রচারিত আদনান আল রাজীবের পরিচালনায় ‘অল টাইম দৌড়ের উপর’ নাটক দিয়ে অভিষিক্ত হন তৌসিফ। অভিনেতা হিসেবে প্রতিনিয়ত নানান চরিত্রে নিজেকে মেলে ধরছেন অভিনেতা।

ছোটপর্দার প্রথমসারীর এই অভিনেতা কথায় কথায় জানান, ছোট থেকে তিনি ফুটবলার হতে চেয়েছিলেন। তৌসিফ মাহবুব বলেন, আমার স্বপ্ন ছিল ফুটবলার হবো। ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত ফুটবলার হওয়ার চেষ্টা করেছিলাম। শখ ছিল বেশি কিন্তু কীভাবে হওয়া যায় জানা ছিল না। তবে আমি ছোট থেকে খেলাধুলা প্রিয়।

সিসিএল প্রসঙ্গে তৌসিফ বলেন, এটা আসলে আমাদের সবার গেট টুগেদার। সবাই খুব আনন্দ করছি। এক টানা শুটিং করতে করতে এই টুর্নামেন্টটি আমাদের জন্য রিফ্রেশমেন্ট। শুটিং থাকলে সেখানেও এই খেলা নিয়ে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, ফুটবল আমার সবচেয়ে প্রিয় খেলা। যারা এই ক্রিকেটের আয়োজন করেছেন বা অন্য যারা আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আগামীতে যেন সেলিব্রিটি ফুটবল লীগের আয়োজন করা হয়।

বর্তমানে নাটক নিয়ে ব্যস্ত তৌসিফ। ছোটপর্দার শীর্ষ পাঁচ অভিনেতাদের একজন তিনি। কথা প্রসঙ্গে জানালেন, শিগগিরই তাকে ওটিটি প্ল্যাটফর্ম এবং ব্যাটে-বলে মিললে সিনেমাতে দেখা যাবে।

বিজ্ঞাপন

ক্রিকেটতৌসিফ মাহবুবফুটবলমাশরাফি বিন মর্তুজালিড বিনোদনসিনেমাসিসিএল