টি-টুয়েন্টিতে তামিমের ৭ হাজার

চট্টগ্রাম থেকে: বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টিতে সাত হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল। শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের হয়ে মাঠে নামার আগে ৫ রান দূরে ছিলেন। বাঁহাতি ওপেনারের মাইলফলক পূর্ণ হয় ১৫৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ফরহাদ রেজাকে বাউন্ডারি মেরে।

জাতীয় দলে আন্তর্জাতিক ম্যাচ ছাড়াও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে টি-টুয়েন্টিতে খেলেছেন ড্যাশিং এ ওপেনার। মোট ২৪২ টি-টুয়েন্টি ইনিংসে ব্যাট করে মাইলফলকটি ছুঁলেন।

বিশ্বের দ্রুততম সাত হাজার রান পূর্ণ করা ক্রিকেটার পাকিস্তানের বাবর আজম। তার লেগেছিল ১৮৭ ইনিংস। তালিকায় নবম স্থানে তামিম।

বাংলাদেশ দলের হয়ে টি-টুয়েন্টিতে ৭৮ ম্যাচে তামিম করেছেন ১,৭৫৮ রান। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি আসর বিপিএলে তিন হাজারের কাছাকাছি রান করেছেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, শ্রীলঙ্কার এসএলপিএল, কাউন্টি ক্রিকেট ও নিউজিল্যান্ডের লিগের দলের হয়ে টি-টুয়েন্টি খেলেছেন তিনি।

বিজ্ঞাপন

খুলনা টাইগার্সচট্টগ্রাম চ্যালেঞ্জার্সটি-টুয়েন্টিতামিমবিপিএললিড স্পোর্টস