তামিমের সেঞ্চুরি, শান্তর হাফ সেঞ্চুরি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন তামিম ইকবাল। একইসঙ্গে রানে ফেরার বার্তা দেয়া নাজমুল হোসেন শান্ত করেছেন ফিফটি। এই দুই ব্যাটারের কল্যাণে সিডব্লিউআই প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে প্রথম দিন শেষে টাইগারদের সংগ্রহ ৮২.৫ ওভারে ৬ উইকেটে ২৭৪ রান।

তামিম ২৪০ বলে ১৯ চার ও এক ছক্কায় ১৪০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। মোসাদ্দেক হোসেন সৈকত ২ বলে এক ছক্কার মারে ৬ রান করে টিকে আছেন।

বৃহস্পতিবার কলিডজে শুরু হওয়া প্রস্তুতি ম্যাচের একদম শুরুটা বাংলাদেশের ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে জেরেমি লুইসের বলে টেভিন ইমলাচকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। ৬ বল খেললেও কোনো রান করতে পারেননি ডানহাতি এই ওপেনার। জয় ফেরার পর নাজমুল হাসান শান্তকে নিয়ে প্রতিরোধ গড়েন তামিম ইকবাল।

তিন নম্বরে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন শান্ত। আরেক ওপেনার তামিমও খানিকটা আক্রমণাত্মক ছিলেন। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে দেখেশুনে ব্যাটিং করতে থাকেন দুজনই।

১৪০ রানের জুটি গড়েন তামিম-শান্ত। এক পর্যায়ে মনে হচ্ছিল সফরকারীরা বেশ বড় স্কোর পেতে যাচ্ছে। যদিও ৯৯ বল খেলে ৯টি চারে ৫৪ রান করা শান্ত আউট হওয়ার পর দৃশ্যপট বদল হয়।

অধিনায়কত্ব ছাড়ার পরও ব্যাট হাতে ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছেন চারে নামা মুমিনুল হক। তিনি ব্রায়ান চার্লসের বলে কোনো রান না করেই ক্যাচ আউট হন। ইনফর্ম লিটন দাস এদিন সুবিধা করতে পারেননি। ১৯ বল খেলে ৪ রান করে লুইসের বলে ইমলাচের হাতে ধরা পড়েন।

একপ্রান্তে অবিচল তামিম ঠিকই ১৬২ বল খেলে তুলে নেন সেঞ্চুরি। ইয়াসির আলী রাব্বি ৩৯ বল খেলে ১১ রান করার পর পিঠের ব্যথার কারণে মাঠ ছাড়েন। নুরুল হাসান সোহান করেন ৩৫ রান। মেহেদী হাসান মিরাজ ২৭ বলে খেলে ৭ রানের বেশি করতে পারেননি।

বিজ্ঞাপন

তামিমবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজলিড স্পোর্টসশান্তসিডব্লিউআই