বিশ্বকাপ দলে সৌম্য-শরিফুল, বাদ সাব্বির-সাইফ

টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে একাধিক পরিবর্তনের খবর আগেই জানিয়েছিল চ্যানেল আই অনলাইন। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানালো তাদের নাম।

মূল দলে জায়গা পেয়েছেন স্ট্যান্ডবাই তালিকায় থাকা সৌম্য সরকার ও শরিফুল ইসলাম। বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

অস্ট্রেলিয়া বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেলেও খেলোয়াড় পরিবর্তনের সুযোগ রেখেছে আইসিসি। বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে নামার আগেই স্কোয়াড পুনর্বিন্যাস করল বিসিবি।

আগামী ১৭ ও ১৯ অক্টোবর আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ব্রিসবেনে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২২ অক্টোবর সিডনিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ শুরু হবে। সরাসরি মূল পর্বে সুযোগ পাওয়া বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। হোবার্টে প্রথম রাউন্ড থেকে উঠে আসা একটি দল হবে টাইগারদের প্রথম প্রতিপক্ষ।

বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত।

টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২বাংলাদেশবাংলাদেশ দলবিসিবিশরিফুলসৌম্য