শান্তর ৪৫ বলে ফিফটি, ভালো জুটি দিয়ে আউট সাকিব

সৌম্য সরকার ও লিটন দাসের উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। শুরুর ধাক্কা সামলে তৃতীয় উইকেটে টেনে তোলেন শান্ত-সাকিব, দেন অর্ধশতাধিক রানের জুটি। সাকিব ফিরলেও ফিফটি তুলে রান বাড়াচ্ছেন ওপেনার শান্ত।

রোববার ব্রিসবেনের গ্যাবায় টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৩ উইকেটে ১০৩ রান তুলেছে বাংলাদেশ।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

নাজমুল হোসেন শান্ত ৪৮ বলে ৫ চারে ৫৩ ও আফিফ হোসেন ৮ বলে এক চারে ১১ রানে ক্রিজে আছেন। ৪৫ বলে ফিফটি ছুঁয়েছেন শান্ত।

১৩তম ওভারে আক্রমণে এসেই ২০ বলে এক চারে ২৩ রান করা সাকিবের উইকেট তুলে নেন শন উইলিয়ামস। উড়িয়ে মারতে গিয়ে ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ ঘটাতে ব্যর্থ হন সাকিব। ডিপ স্কয়ার লেগে মুজারাবানি নেন দারুণ ক্যাচ। থামে ৫৪ রানের জুটি।

এর আগে অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ব্যর্থ হয়েছেন সৌম্য। মুজারাবানির বল ব্যাটের কানায় লেগে চলে যায় চাকাভার গ্লাভসে। দুই বলে শূন্য রানে ড্রেসিংরুমের পথ ধরেন বাঁহাতি ওপেনার।

১২ বলে ৩ চারে ১৪ রান করা লিটন স্কুপ শটে উইকেট বিলিয়ে এসেছেন। মুজারাবানির বলেই থার্ডম্যানে ক্যাচ নেন চাতারা। দলীয় রান তখন ৩২।

গ্যাবাটি-টুয়েন্টি জিম্বাবুয়েটি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ব্রিসবেনশান্তসাকিব