রিয়েল এস্টেট ওয়েবসাইটে স্কুল বিক্রির বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের একজন শিক্ষার্থী মজা করে একটি হাই স্কুলকে রিয়েল এস্টেট ওয়েবসাইট ‘জিলো’তে বিক্রির জন্য তালিকাভুক্ত করেছিল। সেখানে স্কুলটির দাম দেওয়া হয়েছিল ৪২ হাজার ডলার (৪৫ লক্ষ টাকা)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

মেরিল্যান্ডের ‘মেড সিনিয়র হাই স্কুল’টি তালিকাভুক্ত করার কয়েকঘণ্টা পরেই অবশ্য ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়।

ওয়েবসাইটে ১২ হাজার ৪শ’ ৫৮ বর্গফুট বিল্ডিং কমপ্লেক্সটিকে ‘অর্ধেক জেল’ হিসেবে বর্ণনা করা হয়েছে। কমপ্লেক্সে ২০টি বেডরুম, ১৫টি গোসলখানা, একটি প্রশস্ত রান্নাঘর এবং একটি ব্যক্তিগত বাস্কেটবল কোর্ট রয়েছে।

স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যে সন্দেহভাজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। তবে স্কুলের দাম নিয়ে তারা হতবাক।

কর্তৃপক্ষ বলেছে, আমরা হতবাক যে এই ধরণের সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও ভবনটির অবমূল্যায়ন করা হয়েছে। এত কম দাম হওয়ায় ক্রেতারা স্কুলটি কিনতে আগ্রহী হয়ে উঠবে।

তবে এটিকে একটি সৃজনশীল বিজ্ঞাপন হিসেবে আখ্যায়িত করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপনযুক্তরাষ্ট্রসৃজনশীলস্কুল