গতবছর জুলাইয়ে ওয়ানডেকে বিদায় জানিয়েছিলেন ২০১৯ সালে এই ফরম্যাটে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস। দুমাস পর আরেকটি ওয়ানডে বিশ্বকাপ। ভারত আসরে চোখ রেখে অবসর ভেঙে আবারও ওয়ানডেতে ফিরলেন তারকা পেস-অলরাউন্ডার। স্টোকসকে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দল দিয়েছে ইসিবি।
বুধবার দল ঘোষণার পর ইংল্যান্ড দলের নির্বাচক লুক রাইট বলেছেন, স্টোকসের ফেরা দলের শক্তি বাড়াবে। বলেছেন, ‘সাদা বলে আমাদের যে মেধা, সেটির উপর ভিত্তি করে দুটি শক্তিশালী দল ঘোষণা করতে পেরেছি। স্টোকস দলে ফেরায় দলের মান বেড়েছে। তার ম্যাচ জেতানোর ক্ষমতা ও দলের সঙ্গে থাকাতে দল আরও বেশি শক্তিশালী হবে। আমি আশা করি সমর্থকরাও বিষয়টি উপভোগ করবে।’
স্টোকস ফিরলেও ইংল্যান্ডের ওয়ানডে দলে জায়গা হয়নি ব্যাটার হ্যারি ব্রুকের। আবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে নেই স্টোকস। সেখানে আছে ব্রুকের নাম।
আগামী ৩০ আগস্ট ঘরের মাঠে প্রথম টি-টুয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে চার মহারণের টি-টুয়েন্টি সিরিজ ও সমান ম্যাচের ওয়ানডে সিরিজে নামবে ইংল্যান্ড। ১, ৩ ও ৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে বাকি তিন ম্যাচ।
শর্টার ফরম্যাটের সিরিজের পর দল দুটি মুখোমুখি হবে ওয়ানডেতে। সেখানে দেখা যাবে স্টোকসকে। কার্ডিফে ৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে খেলবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ১০, ১৩ ও ১৫ সেপ্টেম্বর হবে বাকি তিনটি ম্যাচ।
ইংল্যান্ডের ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারেন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।
ইংল্যান্ড টি-টুয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জশ টাং, জন টার্নার ও লুক উড।
বিজ্ঞাপন