মালদ্বীপে অত্যাধুনিক অটোপট পদ্ধতিতে চাষাবাদ

পর্যটন নির্ভর অর্থনীতির দ্বীপরাষ্ট্র মালদ্বীপ খাদ্য নিরাপত্তার প্রশ্নে ভাবছে কৃষি নিয়ে। খাদ্য উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়ে আনতে নানা রকম প্রযুক্তির ব্যবহার করছে তারা। দ্বীপের বালুকাময় মাটিতে অটোপট সিস্টেমে ফসল ফলানোর প্রচেষ্টায় এগিয়েছে অনেকদূর।

বিজ্ঞাপন

অর্থনীতিমালদ্বীপ