অর্থনৈতিক সংকট থেকে ঘুরে দাঁড়াতে নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে শ্রীলঙ্কা। এরমধ্যে দেশটির ৪২ বিলিয়ন বা ৪ হাজার ২শ কোটি মার্কিন ডলারের অভ্যন্তরীণ ঋণ পুনর্গঠনের জন্য ৫দিন ব্যাংক বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি। এতে করে বাড়ানো হতে পারে ঋণ পরিশোধের সময়সীমা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ঋণদাতাদের কাছে ঋণ খেলাপি হয় শ্রীলঙ্কা। পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতেই এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। তবে আশঙ্কা রয়েছে যে সরকারের এই পরিকল্পনা আর্থিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে।
এই বিষয়ে অক্সফোর্ড ইকোনমিকসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ অ্যালেক্স হোমস বলেছেন, ব্যাংক খাতে লম্বা ছুটি ঘোষণার অর্থ হলো ব্যাংক পরিচালনা এখন ঝুঁকিতে রয়েছে।
তবে দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন, ঋণ পুনর্গঠনের এই পদক্ষেপ ব্যাংকিং ব্যবস্থা পতনের দিকে নিয়ে যাবে না।
দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নন্দলাল ওয়েরাসিংহে ঋণ পুনর্গঠনের প্রক্রিয়ায় আমানতকারীদের স্বার্থের ওপর কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন।
স্বাধীনতার পর এই প্রথম শ্রীলঙ্কার অর্থনীতি কোভিড-১৯ মহামারির প্রকোপ, ক্রমাগত জ্বালানির মূল্যবৃদ্ধি, কর হ্রাসের মতো পদক্ষেপ এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে।
বিজ্ঞাপন