দ্বিতীয় ওয়ানডেতে দাপট শ্রীলঙ্কার, ১৩২ রানে হারাল আফগানদের

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ উইকেটে হেরেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে লঙ্কান বাহিনী। স্বাগতিক ব্যাটারদের দুর্দান্ত পারফর্মের পর বোলাররা ধসিয়ে দেন আফগান ব্যাটিং লাইনআপ। এতে আফগানদের বিপক্ষে ১৩২ রানের জয় দিয়ে সিরিজে ফিরেছে শ্রীলঙ্কা। 

মাহিন্দা রাজাপাকসে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে স্বাগতিক দল। ব্যাটারদের ধারাবাহিক সাফল্যে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ৩২৩ রানের সংগ্রহ পায় তারা। জবাবে নেমে ৪২.১ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। জয়ে ১-১ সমতায় সিরিজে ফিরেছে শ্রীলঙ্কা। ৭ জুন একই মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

আগে ব্যাটে নেমে শুরুটা খারাপ হয়নি স্বাগতিকদের। প্রথম উইকেট জুটিতে আসে ৮২ রান। ৫৬ বলে ৪৩ রান করে ফেরেন পাথুম নিশানকা। ১১০ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। দিমুথ করুণারত্নে ফেরেন ৬২ বলে ৫২ রান করে।

৩৬.৫ ওভারে ১৯৮ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিক দল। সাদিরা সামারাবিক্রমা ফেরেন ৪৬ বলে ৪৪ রান করে। ২১৩ রানে ফেরেন চারিথ আশালঙ্কা। ১২ বলে ৬ রান করেন তিনি। ৪৩.৪ ওভারে পঞ্চম উইকেট হারায় শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলে ফেরেন কুশল মেন্ডিস। ৭৫ বলে ৭৮ রান করেন তিনি।

৪৭.১ ওভারে ২৮৮ রানে ফেরেন দাসুন শানাকা। ১৩ বলে ২৩ রান করেন তিনি। পরে ধনঞ্জয় ডে সিলভাকে সঙ্গী করে ঝড়ো ক্যামিওতে ইনিংস শেষ করেন ভানিদু হাসারাঙ্গা। ৬ উইকেটে ৩২৩ রানের সংগ্রহ পায় লঙ্কান বাহিনী। ২৪ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন সিলভা, হাসারাঙ্গা করেছেন ১২ বলে ২৯ রান।

সফরকারীদের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ নবী ও ফরিদ আহমেদ। মুজিব উর রহমান ও নূর আহমেদ নেন একটি করে।

জবাবে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। লঙ্কান বোলারদের তোপে দিশেহারা হয়েছিল আফগান ব্যাটিং লাইনআপ। মাত্র চার ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে সক্ষম হন। ব্যাটারদের মধ্যে ইব্রাহিম জাদরান ৭৫ বলে ৫৪, রহমত শাহ ৪২ বলে ৩৬, হাসমাতুল্লাহ শাহিদী ৬২ বলে ৫৭ ও আজমতুল্লাহ উমরজাই করেন ৩১ বলে ২৮ রান। বাকীদের সবাই হয়েছেন ব্যর্থ। শেষ অবধি ১৯১ রানে থামে ইনিংস।

লঙ্কানদের হয়ে তিনটি করে উইকেট নেন ধনঞ্জয় ডে সিলভা ও ভানিদু হাসারাঙ্গা। দুশমান্থা চামিরা নেন দুটি। এছাড়া মাহেশ থিকসানা ও দাসুন শানাকা নেন একটি করে উইকেট।

আফগানিস্তানমেন্ডিসলিড স্পোর্টসশ্রীলঙ্কাসিলভাহাসারাঙ্গা