এ্যাটর্নী জেনারেল অফিসের পিয়ন রুবেলের বিরুদ্ধে সোনালী ব্যাংকের মামলা

ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মচারী সাইফুল ইসলাম রুবেলের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে সোনালী ব্যাংক। ২ লাখ টাকার চেক জমা দিয়ে সোনালী ব্যাংকের সুপ্রিম কোর্ট শাখা থেকে টাকা পাননি বলে পোস্ট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হন রুবেল। তার এই পোস্ট দেখে অনেক গ্রাহক ব্যাংক থেকে টাকা তুলে নেন বলে জানায় সোনালী ব্যাংক। অভিযুক্ত রুবেলকে চেক দেওয়া চক বাজার শাখার গ্রাহক ‘মার্চেন্ট পয়েন্ট’ নামের প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবে জমা ছিল মাত্র ৫ হাজার ১শ ৫ টাকা। রিজভী নেওয়াজের রিপোর্ট।

বিজ্ঞাপন

অ্যাটর্নি জেনারেলডিজিটাল নিরাপত্তা আইনে মামলাফেসবুকে মিথ্যা তথ্য প্রচারসাইফুল ইসলাম রুবেলসুপ্রিম কোর্টসোনালী ব্যাংক