সিলিকন ভ্যালি ব্যাংকের গ্রাহকরা অর্থ ফেরত পাবেন: যুক্তরাষ্ট্র সরকার

যুক্তরাষ্ট্রের বন্ধ হয়ে যাওয়া সিলিকন ভ্যালি ব্যাংকে এখনও টাকা জমা আছে, এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠান আগামী সোমবার থেকে তাদের অর্থ উত্তোলন করতে পারবেন বলে আশ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমেরিকান জনগণ আস্থা রাখতে পারে, তাদের প্রয়োজনের সময় তাদের ব্যাংক আমানত সেখানেই থাকবে।’

এছাড়াও ব্যাংকটি বাজেয়াপ্ত করে নেয়া প্রতিষ্ঠান ফেডারেল রিজার্ভ অ্যান্ড ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন (এফডিআইসি) থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমানতকারীদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।’

গত শুক্রবার পুঁজি সংকটের কারণে ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের শীর্ষ ঋণদাতা প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির সমস্ত সম্পত্তি সরকারি নিয়ন্ত্রকদের দ্বারা বাজেয়াপ্ত করা হয়েছে।

নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন ব্যাংক ব্যবস্থা বেশ স্থিতিস্থাপক যা এখন শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। বড় ধরণের আর্থিক সংকটের পর ব্যাংকিং খাতে যে সংস্কারগুলি করা হয়েছে, তা এই শিল্পকে আরও সুরক্ষিত করেছে।’

কর্তৃপক্ষ আরও বলেছে, ‘এই সংস্কারগুলি আমানতকারীদের সঞ্চয়কে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতিই প্রদর্শন করে। একই কার্যক্রম নিউইয়র্কের ব্যাংকগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য, এসভিবির পতনের পর যারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে।’

বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য তাদের পদক্ষেপের অংশ হিসাবে দেশটির ব্যাংক নিয়ন্ত্রকরা ব্যাংকের জরুরি তহবিলে গ্রাহকদের অ্যাক্সেস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

এফডিআইসিএসভিবিজো বাইডেনফেডারেল রিজার্ভ অ্যান্ড ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশনমার্কিন প্রেসিডেন্টমার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনমার্কিন যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র সরকারসিলিকন ভ্যালি ব্যাংক