‘যারা গানকে ভালোবাসে, তাদের জন্য সময়টা কঠিন যাচ্ছে’

নতুন গান প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী শেখ সাদীর। নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন ললনা, দাড়িকমা গান প্রকাশ করে ব্যাপকভাবে আলোচনায় আসা গায়ক শেখ সাদী।

সাদীর আগের গানগুলো অন্যান্য অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশ পেত। মিউজিক লেভেলগুলো ভিডিও নির্মাণ কমিয়ে দেয়ায় তিনি নিজ উদ্যোগে গান ভিডিও তৈরি করে যাচ্ছেন। সাদী জানালেন, অন্য প্রতিষ্ঠান থেকে গান করলে কিছু সীমাবদ্ধতা থাকে। নিজের পছন্দের প্রাধান্য খুব একটা দেয়া না। তাছাড়া কিছু মিউজিক কোম্পানিগুলো নতুন গান ভিডিও তৈরিতে বেশি আগ্রহী নয়।

চ্যানেল আই অনলাইনকে শেখ সাদী বলেন, অধিকাংশ মিউজিক কোম্পানিগুলো গানের চেয়ে নাটকে বিনিয়োগ করতে বেশি আগ্রহী। আমি নাটকের গল্পের উপর ভিত্তি করে গান করতে আগ্রহী না। এ কারণে আমি নিজের মতো চেষ্টা করে যাচ্ছি। এতে একটু কষ্ট হলেও নিজের পছন্দমতো কাজ করতে পারায় আমি খুশী।

বেশীরভাগ ক্ষেত্রে নিজ উদ্যোগে গান করলে সেই অর্থ উঠে আসতে সময় লাগবে। আবার কিছু কিছু ক্ষেত্রে সহজেই বিনিয়োগ উঠে আসে বলে জানালেন সাদী। তিনি বলেন, এটা দর্শকদের সাড়ার উপর নির্ভর করে। তবে আমি টাকা উপাজর্নের জন্য ইউটিউব ব্যবহার করি না। নিজের প্রচার ও গানকে মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য জন্য ব্যবহার করি। ইউটিউবের উপার্জন দিয়ে ভিডিও বানানোর চিন্তা করি তবে এটা সম্ভব নয়।

শেখ সাদী বলেন, সত্যিকার অর্থে গান প্রেমী বিনিয়োগকারীদের সংখ্যা কমে যাচ্ছে, বেশিরভাগ মানুষ ব্যবসা প্রেমী। যারা সত্যি সত্যি গানকে ভালোবাসে তাদের জন্য সময়টা একটু কঠিন যাচ্ছে। গান হচ্ছে মানুষের মনের খোরাক। ভালো গান এলে মানুষ অবশ্যই শুনবে, সেই চেষ্টা করছি।

এদিকে, নতুন গান ‘একা আমি’ প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানালেন শেখ সাদী। তার মতে, বরাবরের মতো ভিউ নয়, তিনি প্রশংসা অর্জনের জন্য এই গানটি তৈরি করেছেন বলে জানিয়েছেন। পাশাপাশি নিজে লিখেছেন, সুর করেছেন। সংগীতায়োজন করেছেন আলভী এবং মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সোহেল রাজ।

বরিশাল ও কুয়াকাটার বিভিন্ন লোকেশন উঠে এসেছে শেখ সাদীর এ গান ভিডিওতে। গান ভিডিওর গল্প প্রসঙ্গে সাদী বলেন, আমরা বলে থাকি, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন হয়ে যায়। আসলে কিন্তু হয় না। মানুষের জীবনে কিছু কষ্টের ছাপ থেকে যায়। ‘একা আমি’ গানটির মধ্যে একটি কষ্টের গল্প বলা হয়েছে। গান ভিডিওর মূল থিম এটাই।

তিনি বলেন, জীবনে সব ঘটনা আমার সঙ্গে ঘটেনি। তারপরেও একটি চরিত্রে ঢুকে গিয়ে কল্পনা করি এটা যদি আমার সঙ্গে ঘটতো তাহলে কেমন হতো!

ইউটিউবগানগান ভিডিওগায়ক শেখ সাদীনাটকমিউজিক ভিডিওমুনাফাসিনেমা