ঢাকার পর এবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে বিশ্বব্যাংক। পয়লা মে সংস্থার সদরদপ্তরে এ আয়োজনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্মার্ট বাংলাদেশের অদম্য অগ্রযাত্রাসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখবেন।
বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে প্রায় ৩ বছর দায়িত্ব পালন করে সদ্য ভাইস প্রেসিডেন্ট হওয়া মার্সি টেম্বন বলেছেন, বঙ্গবন্ধু কন্যাকে বিশ্বব্যাংকে স্বাগত জানার অপেক্ষায় তারা। ফিনিক্স পাখির মতো ধ্বংসের আগুনের ছাই থেকে পুনর্জন্ম হওয়া ব-দ্বীপটির ঘুরে দাঁড়ানোর অসামান্য গল্প গোটা বিশ্বকে জানাতে চান তিনিও।
বিজ্ঞাপন