কানাডায় দুর্বৃত্তের হাতে নিহত শরিফ রহমান এর নামাজে জানাজা আজ। রোববার (২৭ আগস্ট) কানাডার স্থানীয় সময় দুপুর ২ টায় ওয়েন সাউন্ড মুসলিম এসোসিয়েশন মসজিদ ৮৯৫ সেভেনথ স্ট্রিট ইষ্ট ওয়েন সাউন্ডে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে ওয়েন সাউন্ডের ১৯০ ফার্স্ট স্টিট সাউথ ওয়েস্টের গ্রীনউড সেমেট্রিতে দাফন করা হবে।
কানাডায় দুর্বৃত্তের হাতে নিহত মেধাবী বাংলাদেশি তরুণ উদ্যোক্তা শরীফ রহমান কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অন্টারিওর লন্ডন হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
জানা গেছে, শরীফ রহমান টরন্টো থেকে ১৯০ কি.মি দূরে ওয়েনসাউন্ডে ডাউন টাউনের প্রাণকেন্দ্রে গড়ে তুলেছিলেন দ্যা কারি হাউজ নামে একটি রেস্টুরেন্ট । ঐ কারি হাউজে গত ১৭ আগষ্ট বৃহস্পতিবার রাতে তিনজন লোক তার রেস্টুরেন্টে খাবারের অর্ডার দিয়ে বসে খাচ্ছিলো। সেসময় শরীফ রহমান দোকানে আসলে তারা তাকে আক্রমণ করে। মারাত্মক অবস্থায় তাকে স্থানীয় অন্টারিওর লন্ডন হাসপাতালে নেয়া হলে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শরীফ রহমানের গ্রামের বাড়ি সিলেট ক্যান্টনমেন্ট সংলগ্ন বটেশ্বর এলাকায়। তিনি বাংলাদেশের একজন মেধাবী তরুণ উদ্যোক্তা ছিলেন। তিনি শাহাজালাল বিশ্ব বিদ্যালয়ের গ্র্যাজুয়েট সম্পন্ন করে লণ্ডনের গ্লাসগো ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে মাস্টার্স ডিগ্রি নিয়ে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করেন।
২০১৫ সালে “দ্যা কারি হাইজ কিনে” রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন শরিফ রহমান। তার স্ত্রী শায়েলা ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। বিবাহিত জীবনে তাদের সাত বছরের একটি মেয়ে আছে।
বিজ্ঞাপন