ব্যাট হাতে ২০২২ সাল স্বপ্নের মত কাটিয়েছেন লিটন কুমার দাস। তিন ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশি ব্যাটার হিসেবে দেখিয়েছেন দাপট, এনেছেন এক পঞ্জিকাবর্ষের রেকর্ড ১৯২১ রান। ধারাবাহিকতার পুরস্কার পেলেন এবার। টেস্ট র্যাংকিংয়ে বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নারের মত তারকাকে পেছনে ফেলে নিজেকে নিয়েছেন বাংলাদেশি হিসেবে শীর্ষে।
ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষে নিজের আগের ১২তম ব্যাটিং র্যাংকিং ছুঁয়েছিলেন। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সবশেষ হালনাগাদে এক ধাপ এগিয়েছেন লিটন। তালিকায় ১১তম স্থানে থাকা উইকেটরক্ষক ব্যাটার নিজের তো বটেই, দেশের হয়েও গড়েছেন ইতিহাস। বাংলাদেশের কোনো ব্যাটার এর আগে টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে ১১তম স্থানে যেতে পারেননি।
রেকর্ড গড়তে লিটন পেছনে ফেলেছেন ভারতের ব্যাটিং গ্রেট বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারের মতো তারকাদের। দশম স্থানে থাকা নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের থেকে ১৪ রেটিং পয়েন্ট কম লিটনের (৭০২)। ওয়ার্নার আছেন ১৪ নম্বরে, সেখানে কোহলি একধাপ নেমে আছেন সেরা পনের নম্বরে।
নতুন হালনাগাদে দুই ধাপ পিছিয়ে গেছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিক ২২তম ও সাকিব ৪২তম স্থানে আছেন। ৯২৫ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টের ব্যাটিং তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। দ্বিতীয়স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। এক ধাপ পিছিয়ে তৃতীয়স্থানে নেমে গেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
বিজ্ঞাপন