চোটের কারণে আইপিএলে দলে থাকছেন না কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়াস আয়ার। তার পরিবর্তে দলটির নেতৃত্ব দেবেন নিতিশ রানা। যদিও কলকাতা দলে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলের দায়িত্ব না দেয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সাবেক সানরাইজার্স হায়দরাবাদ কোচ টম মুডি। বলেছেন, ‘সাকিবের উপর ভরসা করতে পারত কলকাতা।’
‘সাকিব দক্ষ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। শুধু কি বিদেশি বলে তাকে দায়িত্ব দেয়া হয়নি? সাকিব এমন এক জন ক্রিকেটার, যার উপর ভরসা রাখা যায়, নির্ভর করতে পারে দল।’
‘সাকিবকে সব সময়ই অতিরিক্ত বিদেশি হিসাবে ব্যবহার করা হয়েছে। যখন খেলেছে, তখনও তাকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। তাকে চারে খেলালে খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারবে। সাকিবকে বলা উচিত, ব্যাটার হিসাবে খেলার জন্য। প্রয়োজন হলে বল করবে। কলকাতায় যথেষ্ট স্পিনার রয়েছে। সাকিব বোলার হিসেবে বাড়তি সুবিধা দেবে।’
আইপিএলে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার সুনীল নারিনকে ওপেনার হিসাবে ব্যবহার করে কলকাতা। আসরে কৌশলটির পরিবর্তন করা উচিত বলে মনে করেন সাবেক অজি ব্যাটার। বলেছেন, ‘মনে হয় না, নারিনকে এবারও ওপেন করানো ঠিক হবে। ওটা একটা পরীক্ষা ছিল। আইপিএলের একাধিক দল এবং বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো তাকে আটকানোর উপায় বের করে ফেলেছে। তাকে সাত বা আট নম্বরে খেলানো বেশি কার্যকর হতে পারে।’
শ্রেয়াসের চোটকে কলকাতার সবচেয়ে বড় সমস্যা বলে করেন আইপিএলে ১২ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ কোচ। বলেছেন, ‘সব দলের মধ্যে কলকাতার সমস্যাই সবচেয়ে বড়। শ্রেয়াসের চোট দলটির জন্য বড় সমস্যা। ওর অনুপস্থিতি দলের ভারসাম্য নষ্ট করবে। তবে বিকল্প ভারসাম্য তৈরির করার মতো ক্রিকেটার রয়েছে সেখানে। অ্যান্ড্রে রাসেল এবং নারিনকে দলটি সব সময় প্রথম একাদশে রাখে। তবে কলকাতার মাথায় রাখা উচিত, বর্তমান প্রতিযোগিতায় তারা তরুণ ক্রিকেটারদের মধ্যে পড়ে না।’
বিজ্ঞাপন