আঙুলের চোটে ৬ সপ্তাহের জন্য ছিটকে যাওয়া সাকিব আল হাসান ৩ সপ্তাহ অতিবাহিত করলেন। এ সময়টা স্ত্রী-সন্তানদের সঙ্গে যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সম্প্রতি দেশে ফিরেছেন সাকিব। মঙ্গলবার এসেছিলেন মিরপুরে। কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আলাপ করতে সরাসরি চলে আসেন জাতীয় দলের অনুশীলনে।
চোটাক্রান্ত আঙুল এখনো ব্যান্ডেজে মোড়ানো। সঙ্গত কারণেই সাকিবকে ছাড়া আফগানিস্তানের বিপক্ষে ১৪ জুন শুরু হতে চলা টেস্ট খেলতে হবে বাংলাদেশকে। দল ঘোষণাও হয়ে গেছে। একমাত্র টেস্টে সহ-অধিনায়ক লিটন দাস নেতৃত্ব দেবেন টিম টাইগার্সকে।
জুলাইয়ে আফগানদের সঙ্গে রয়েছে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ। সাদা বলের ক্রিকেট দিয়ে সাকিব ফিরবেন মাঠে। তার আগে পুরোপুরি ফিট হওয়াটা জরুরি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বললেন, ‘দুই দিন পর আঙুলের এক্স-রে করা হবে। তারপর বলা যাবে সাকিবের ইনজুরির আপডেট।’
গতমাসে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ নিতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। ছয় সপ্তাহের জন্য ছিটকে পড়েন বিশ্বসেরা অলরাউন্ডার।
বিজ্ঞাপন