লিটনের দর্শনীয় ফিফটি, ঝড় তুলেছেন শান্ত

বাংলাদেশের সিরিজ নিশ্চিত হয়েছে আগেই। হোয়াইটওয়াশের মিশনে শেষ ম্যাচে ওপেনার লিটন দাসের অর্ধশতকে দারুণ সংগ্রহের দিকে এগোচ্ছে টিম টাইগার্স। টি-টুয়েন্টি ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নিয়েছেন ডানহাতি ব্যাটার। রানে ধারাবাহিক নাজমুল হোসেন শান্ত তুলেছেন ঝড়।

তৃতীয় টি-টুয়েন্টিতে আগে ব্যাটে নেমে রানের চাকা সচলের সাথে উইকেট ধরে রেখে পাওয়ার প্লে পার করে বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদারের ব্যাটে ভালো সংযোগে পাত্তা পাননি স্যাম কারেন, আদিল রশিদ ও জফরা আর্চাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে এক উইকেট হারিয়ে ১০৮ রান তুলেছে বাংলাদেশ। লিটন ৪৩ বলে ৫১ ও শান্ত ১৪ বলে ২৫ রান করে ক্রিজে আছেন।

ষষ্ঠ ওভারে আর্চারের বলে রনি সহজ ক্যাচ দিলেও নিতে পারেননি রেহান আহমেদ। সপ্তম ওভারের তৃতীয় বলে আদিল রাশিদকে ফিরতি ক্যাচ দেন রনি। ৩টি চারে ২২ বলে ২৪ রান করেন আউট হন।

মিরপুরে এদিন ৪১ বলে ফিফটির দেখা পেয়ে যান ২৮ বর্ষী লিটন। সেই যাত্রায় ৮টি চারের মার হাঁকিয়েছেন।

বিজ্ঞাপন

তানভীরবাটলারবাংলাদেশবাংলাদেশ-ইংল্যান্ড টি-টুয়েন্টিবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজমিরাজলিড স্পোর্টসশের-ই-বাংলা স্টেডিয়ামসাকিব