‘জওয়ান’-এর স্ক্রিপ্টে ছিল না ‘বাপ-বেটা’ সংলাপ!

‘বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে বাত কার,’ ‘জওয়ান’র এই সংলাপ এখন মুখে মুখে। অবাক করার মতো বিষয় হলো এই সংলাপটি ছিলই না ‘জওয়ান’র স্ক্রিপ্টে। তাহলে কীভাবে যোগ হলো?

‘জওয়ান’ ছবির সংলাপ লেখক সুমিত অরোরা জানিয়েছেন প্রাথমিকভাবে স্ক্রিপ্টে এই সংলাপ ছিল না। শুটের দিন তাৎক্ষনিক ভাবে এটা যোগ করা হয়।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুটিং-এর সময় এক জায়গায় একটি সংলাপ জুড়ে দেয়ার প্রয়োজন হয়েছিল যা শাহরুখকে দিয়ে বলানো হবে। আমি তখন সেটেই ছিলাম,। আমাকে ডাকা হলে যাই। আর প্রথমেই এই সংলাপটি বলি। আমার মনে হয়েছিল সেই মুহূর্তে সেটাই সেরা ডায়লগ হতে পারে। আমি বলার পর তা শাহরুখ খান এবং অ্যাটলির পছন্দ হয় এবং শট নেওয়া হয়।’

জওয়ানের একাধিক সংলাপ বেশ জনপ্রিয়তা পেয়েছে। তার অন্যতম ‘বাপ-বেটা’ সংলাপটি। ট্রেলারে শাহরুখের মুখে এই সংলাপ শুনে মুগ্ধ হয়েছেন সকলেই। এই সংলাপের সঙ্গে আরিয়ানের গ্রেপ্তার কাণ্ডের সম্পর্ক খুঁজে পেয়েছেন ভক্তরা।

অনেকেই মনে করেছেন মাদক মামলায় আরিয়ানকে গ্রেফতার করা এবং হয়রানিকে উদ্দেশ্য করেই এই সংলাপ বলা হয়েছে। সামাজিক মাধ্যমে এই সংলাপ নিয়ে চলছে চর্চা। ২০২১ সালে মাদক মামলায় ২৫ দিন জেলে কাটিয়েছিলেন আরিয়ান। পরে তিনি ক্লিনচিট পান।

গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত জওয়ান। ছবিটি এখন পর্যন্ত বিশ্বজুড়ে আয় করেছে ৬৫০ কোটি রুপির বেশি।
সূত্র: হিন্দুস্তান টাইমস

বিজ্ঞাপন

আরিয়ান খানজওয়ানশাহরুখ খান