আর্জেন্টিনা দলকে বদলে দেয়ার অন্যতম কারিগর কোচ লিওনেল স্কালোনি। তার হাতে বদলে যাওয়া আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে ডিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপ জেতার ৩৬ বছর পর। সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) সম্মানিত করেছে বিশ্বসেরা এ কোচকে। সেসময় সবাইকে ধন্যবাদ জানাতে গিয়ে স্কালোনি বলেছেন, আমাদের অর্জনে ব্রাজিলের মানুষও খুশি।
‘পুরস্কারের জন্য ধন্যবাদ, আমি তাদের ধন্যবাদ জানাই যাদের ছাড়া এখানে আসা সম্ভব ছিল না। ফুটবলটাই তাদের, আমরা কোচ, কারণ আমরা আর ফুটবল খেলতে পারি না। এটাই একমাত্র সত্য। তারা যেখানে আমি সেখানে থাকতে ভালোবাসি।’
ব্রাজিলের মানুষের উচ্ছ্বাস প্রকাশ প্রসঙ্গে স্কালোনি বলেছেন, ‘আর্জেন্টিনা এখন আর সেই আর্জেন্টিনা নেই। সাউথ আমেরিকার সবাই আর্জেন্টিনার সঙ্গে। এই জাতীয় দল অনেক মানুষের আশা-আকাঙ্ক্ষার দ্বারা প্রভাবিত, যারা চায় দল খেলুক এবং জিতুক। ব্রাজিলের মানুষেও আমাদের অর্জনে খুশি।’
বিজ্ঞাপন