সাভারে শিক্ষককে নিজ বাড়িতে হত্যা, মালামাল লুট

সাভারে নিজ বাড়িতে সাবেক এক শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পাশাপাশি দুর্বৃত্তরা এসময় ওই ঘর থেকে নগদ টাকাসহ কয়েক লক্ষ টাকার মালামালও লুটে নিয়ে গেছে। নিহত গোলাম কিবরিয়ার (৩৩) সাভারের একটি স্কুলের সাবেক শিক্ষক ছিলেন।

রোববার (২০ আগস্ট) রাতে সাভারের বাড্ডা ভাটপাড়া থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, কী কারণে এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, তা তদন্ত করছে পুলিশ।

পুলিশ জানায়, রাতে নিজ ঘরে বাড্ডা ভাটপাড়া এলাকায় গোলাম কিবরিয়ার লাশ গলায় গামছা পেছানো ও পা বাধা অবস্থায় দেখতে পায়। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, সাবেক ওই শিক্ষক স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার পরে একাই ঘরে থাকতেন। কে বা কারা তাকে হত্যা করেছে, তারা বলতে পারছে না।

বিজ্ঞাপন

ঢাকাশিক্ষক হত্যাসাভার