ক্রিস্টিয়ানো রোনালদো এবং করিম বেনজেমার পদাঙ্ক অনুসরণ করে সৌদি প্রো লিগে খেলবেন সার্জিও রামোস- এমন আভাস মিলছিল। পিএসজি জার্সিতে দুই মৌসুম খেলার পর বর্তমানে ফ্রি-এজেন্ট থাকা সেন্টার ব্যাকের সাথে সৌদি আরবের ক্লাব আল-আহলি চুক্তি করতে চাচ্ছে বলে খবর আসছে।
সবকিছু ঠিক থাকলে প্রতিবছর ২০ মিলিয়ন ডলার পারিশ্রমিকের বিনিময়ে রামোসকে দলে টানার পরিকল্পনা করছে আল-আহলি। ফেব্রুয়ারিতে এক স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছিল, আল নাসের রোনালদোর সঙ্গে রিয়াল মাদ্রিদে তার সাবেক সতীর্থ রামোসকে দলে নিতে চায়।
রামোস আদৌ সৌদি আরবে খেলতে যাচ্ছেন কিনা, সেটা আপাতত পরিষ্কার নয়। স্প্যানিশ ডিফেন্ডার ইতিমধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে ইউরোপের তুলনায় অপেক্ষাকৃত কম জাঁকজমকপূর্ণ লিগে খেলাটা পছন্দ করতে পারেন বলে বিশ্লেষকরা বলছে।
মেসির পিএসজি ছাড়ার কথা নিশ্চিত হওয়ার একদিন পরই ক্লাব ছাড়ার কথা জানিয়েছিলেন সার্জিও রামোস। ক্লারেমন্টের বিপক্ষে ছিল দুজনেরই শেষ ম্যাচ। প্যারিসের ক্লাবটির হয়ে বিদায়ী ম্যাচে পরাজয় মেনে নিতে হয় মেসি-রামোসদের।
বিজ্ঞাপন