ইনসেপ্টার সাথে কাজ করতে আগ্রহী করোনা টিকার উদ্ভাবক সারাহ গিলবার্ট

বাংলাদেশকে গবেষণায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন করোনা সংক্রমণ প্রতিরোগে যুগান্তকারী টিকার আবিষ্কারক বিশ্বখ্যাত বিজ্ঞানী সারাহ গিলবার্ট। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের গবেষণা নেটওয়ার্কের প্রশংসা করে ইনসেপ্টার সাথে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। সারাহ গিলবার্ট বলেছেন, করোনার বিরুদ্ধে মানুষের ইমিউনিটি বাড়ছে, ফলে চতুর্থ ডোজের পর আর কোনো টিকা নাও লাগতে পারে।

বিজ্ঞাপন

ইনসেপ্টাসারাহ গিলবার্ট