‘কখনও ভাবিনি সন্তানের সামনে গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলব’

বিদায়ের দিনে কান্নাভেজা সানিয়া মির্জা

অস্ট্রেলিয়ান ওপেন থেকে গ্র্যান্ড স্লামকে বিদায় বলে দিলেন সানিয়া মির্জা। বিদায়ের দিনে কান্নাভেজা কণ্ঠে বলেছেন, ‘কখনও ভাবিনি আমার সন্তানের সামনে গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলতে পারব, তাই এটা আমার জন্য সত্যিই বিশেষ। আমাকে সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ।’

শুক্রবার মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনে দ্বৈতের ফাইনালে ব্রাজিলিয়ান লুইসা স্তেফানি-রাফায়েল মাতোস জুটির কাছে হেরেছে সানিয়া মির্জা-রোহান বোপান্না জুটি। সেখান থেকেই গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারকে বিদায় জানান ভারতীয় টেনিস তারকা।

টেনিসকে পুরোপুরি বিদায় বলারও দেরি নেই সানিয়ার। আগামী মাসে দুবাইয়ে একটি টুর্নামেন্ট খেলে ইতি টানবেন ক্যারিয়ারের। পরিবারকে আরও বেশি সময় দিতে অবসরের ঘোষণা দ্বৈতে ৬ বারের গ্র্যান্ড স্লামজয়ীর। ৩৬ বর্ষী ভারতীয় শিরোপার শেষটি জিতেছেন বছর সাতেক আগে।

২০০৩ সাল থেকে পেশাদার টেনিস খেলছেন সানিয়া। টানা দশ বছর ছিলেন ভারতীয় টেনিস তারকাদের টেবিলে শীর্ষে। দেশের হয়ে রেকর্ডধারী টেনিস খেলোয়াড় তিনি। মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন থেকেই শুরু হয়েছিল তার গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারের যাত্রা।

স্মৃতিচারণ করে বলেছেন, ‘মেলবোর্নে আমার পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল। ২০০৫ সালে অস্ট্রেলিয়ান ওপেনে সেরেনা উইলিয়ামসের বিপক্ষে তৃতীয় রাউন্ডে খেলতে নেমেছিলাম। বারবার এই কোর্টে খেলার সুযোগ পেয়েছি। কিছু টুর্নামেন্টও জিততে পেরেছি। যা আমার জন্য সম্মানের। আমার জীবনের বিশেষ কিছুর একটি রড লেভার অ্যারেনা।’

এবারই প্রথম চার বছর বয়সী সন্তান ইজহান মির্জা মালিক দেখেছেন মায়ের নৈপুন্য। এমনকি শেষ জয়ের পর সন্তানকে কোর্টেও নিয়ে যান সানিয়া। ছেলের সামনে গ্র্যান্ড স্লামের ফাইনালে খেলাকে বিশেষভাবে দেখছেন তিনি।

‘কখনও ভাবিনি সন্তানের সামনে গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলব, কিংবা বিশেষ একটি জায়গায় দাঁড়িয়ে ক্যারিয়ারকে বিদায় জানাতে পারব। মনে হয়েছে আমি বাড়িতে আছি। এমন মূহুর্ত উপহার দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’

অস্ট্রেলিয়ান ওপেনগ্র্যান্ড স্লামটেনিসভারতলিড স্পোর্টসসানিয়া