‘রুপনা, এই খেলাটা ধরতে পারলে অনেকদূর যেতে পারবা’

প্রথমবার মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা উঁচিয়ে ধরার পথে অপরাজিত ছিল বাংলাদেশ। লাল-সবুজের গোলপোস্টের নিচে আস্থার প্রাচীরের নাম ছিল রুপনা চাকমা। আসরে চার ম্যাচে মাত্র একটি গোল হজম করেছেন, হয়েছেন টুর্নামেন্টসেরা গোলরক্ষক।

বসন্তের দুপুরে চ্যানেল আইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিল রুপনাদের চ্যাম্পিয়ন দলটি। সাফের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন সামসুন্নাহার-রুপনারা। টাইগ্রেস গোলরক্ষক এমন আয়োজনে এসে খুশি। বলেছেন, ‘সাফজয়ী পুরো দলসহ চ্যানেল আইয়ের আয়োজনে আসতে পেরে অনেক ভালো লাগছে।’

গোলপোস্টে প্রাচীর হয়ে দাঁড়ানোর সাফল্যে পর্দার আড়ালে কাজ করেছেন গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি রুপনা, ‘‘সত্যি কথা বলতে, আমার কোচ যে আমাকে এত সাপোর্ট করবে বুঝতে পারিনি। উনি আমাকে বলেছেন- ‘রুপনা, এই খেলাটা তুমি ধরতে পারলে সামনে অনেককিছু খেলতে পারবা, অনেকদূর এগিয়ে যেতে পারবা।’’

সাফের সাফল্য সম্পর্কে রুপনার ভাষ্য, ‘এপর্যন্ত আসতে আমাদের প্রচুর অনুশীলন করতে হয়েছে। কঠোর পরিশ্রম ও সকলের চেষ্টায় আমরা সফলতা পেয়েছি। সিনিয়র টিমের সাফল্য থেকেও আমি অনেককিছু শিখেছি।’

‘‘আমি মার্টিনেজের খেলা দেখেছি ফাইনালে। সে অনেক সুন্দর সুন্দর সেভ দিয়েছে। ওই সেভগুলো না দিলে কিন্তু জিততে পারতো না। ইন্ডিয়ার সঙ্গে আমি ওই সেভগুলো দেয়ার পর সবাই মার্টিনেজ-মার্টিনেজ চিৎকার করছিল। খেলা শেষে সতীর্থরা বলছিল- ‘আজকে তুমি মার্টিনেজের মতো দারুণ একটা সেভ দিছো।’ আমার ভালো লেগেছে।’’ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে তুলনা প্রসঙ্গে কথাগুলো বলেন সাফে আসরসেরা গোলরক্ষক রুপনা।

রুপনাকে নিয়ে গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বললেন, ‘রুপনা কঠোর পরিশ্রম করেছে, যার ফল পেয়েছে। তার কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। আমার কথা শুনেছে। সবাই দোয়া করবেন যেন এশিয়ার লেভেলে যেতে পারে।’

সতীর্থ-জুনিয়র গোলরক্ষকদের সম্পর্কে রুপনা বললেন, ‘তারাও আমার মতো হওয়ার চেষ্টা করে, আমার প্র্যাকটিস অনুসরণ করে। জানতে চায় কীভাবে আমার মতো তারাও ভালো গোলরক্ষক হবে।’

বাফুফেরুপনালিড স্পোর্টস