নাওবা-অর্জুনের গোলে হারল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

‘সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ’র পঞ্চম আসরে বাংলাদেশ প্রথম ম্যাচ হেরে বসেছে ভারতের যুবাদের কাছে। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে দর্শকশূন্য গ্যালারির সামনে প্রথম মিনিটেই এগিয়ে যায় ভারত। শেষপর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়ে বাংলাদেশের যুবারা মাঠ ছাড়ে।

খেলা শুরুর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ডানদিক দিয়ে প্রথম আক্রমণে ওঠে ভারত। রাইট উইঙ্গার ঈশান শিশোদার গোলমুখে শট ক্লিয়ার করতে পারেননি বাংলাদেশের ইউসুফ আলী। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি ভারত ফরোয়ার্ড গগমসার গয়োরি। প্রথম মিনিটে ১-০তে এগিয়ে যায় দলটি।

পরে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও বাংলাদেশ কোনো সুবিধা করতে পারেনি। ভারতকেও তেমন সুবিধা করতে দেয়নি বাংলাদেশ। লাগাম হাতছাড়া হয় প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মিনিটে। ম্যাচের দ্বিতীয় গোল আদায় করে বসে ভারত।

ভারতের বক্সের সামনে বল নিয়ে যান ইফতিয়ার হোসেন। কিন্তু বক্সের আগে বাধা দেন ভারতের ডিফেন্ডার। বল চলে যায় বাংলাদেশ অধিনায়ক মঈনুল ইসলাম মঈনের কাছে। মঈনকে পরাস্ত করে পাল্টা আক্রমণে ভারত বল সামনে বাড়ায়। দুর্দান্ত কিকে ফারপোস্টের টপকর্নার দিয়ে গোল করেন নাওবা মেইতেই, ভারতের লিড ২-০ হয়।

শেষদিকে বাংলাদেশের যুবারা আপ্রাণ চেষ্টা করলেও ভারতের রক্ষণ ভাঙতে পারেননি। উল্টো ম্যাচের ৯০ মিনিটে পাল্টা আক্রমণে আবারও গোল হজম করে বসে মঈনের দল। গোল করেন অর্জুন সিং ওনাম। ৩-০তে হেরে মাঠ ছাড়ে কোচ রাশেদ আলীর শিষ্যরা।

আগামী ২৩ সেপ্টেম্বর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ শেষ ম্যাচে লড়বে ভুটানের বিপক্ষে।

বিজ্ঞাপন

ঈশাননেপালবাংলাদেশভারতমঈনরাশেদলিড স্পোর্টস