শহরে বেড়ে ওঠা প্রজন্মের কৃষি-পরিবেশের হাতেখড়ি হতে পারে ছাদকৃষি

শহরে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য কৃষি ও পরিবেশ বিষয়ে হাতে খড়ি দেয়ার অন্যতম উৎস হতে পারে ছাদকৃষি। এমন দৃষ্টান্তের সন্ধান পাওয়া গেলো ঢাকার বালুরঘাটে মালেক মিজির বাসভবনে।

বিজ্ঞাপন

অন্যতম উৎসকৃষি-পরিবেশেরছাদকৃষি