পরিকল্পনা মন্ত্রীর সরকারি বাসভবনে ছাদকৃষি

রাজধানী ঢাকার হেয়াররোডে পরিকল্পনা মন্ত্রীর সরকারি বাসভবনে দীর্ঘদিন ধরেই চলছে ছাদকৃষি অনুশীলন। যা এখন আর শুধু পারিবারিক পুষ্টিচাহিদা পূরণের মধ্যে সীমাবদ্ধ নেই। সামগ্রিক সুস্থতা ও সামাজিক দায়িত্ব হিসেবে কার্যকরী করে তুলেছেন আয়োজনটিকে।

বিজ্ঞাপন

ছাদকৃষিপরিকল্পনা মন্ত্রীরাজধানী ঢাকা