বাবা হারালেন অভিনেতা রণবীর শোরে

প্রয়াত হলেন চলচ্চিত্র নির্মাতা ও বলিউড অভিনেতা রণবীর শোরের বাবা কৃষ্ণদেব শোরে ওরফে কেডি শোরে। শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। 

শনিবার টুইটারের মাধ্যমে বাবাকে হারানোর খবর জানান রণবীর নিজেই।

এদিন বাবার একটি ছবি দিয়ে টুইটে এই অভিনেতা লেখেন যে, ‘আমার বাবা কৃষ্ণদেব শোরে প্রয়াত হয়েছেন। ওনার বয়স হয়েছিল ৯২ বছর। শেষ সময়ে সন্তান এবং নাতি-নাতনিদের পাশে পেয়েছেন বাবা। অনেক স্মৃতি রেখে গেলেন তিনি। অসংখ্য মানুষ তাকে ভালোবাসেন। যে মানুষটি আমায় অনুপ্রেরণা জোগাতেন, আগলে রাখতেন, তিনি চলে গেলেন।’

রণবীরের সেই পোস্টে তাকে সমবেদনা জানিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই। প্রযোজক রাজ নায়ক লিখেছেন, ‘খবরটি শুনে দুঃখিত। ওনার আত্মার শান্তি কামনা করি।’ লেখক-পরিচালক মিহির রণবীরের উদ্দেশে লিখেছেন, ‘তোমার প্রতি সমবেদনা রইল।’

সাত এবং আটের দশকে ‘জিন্দা দিল’, ‘বে-শরম’, ‘বদ এবং বদনাম’-এর মত ছবির প্রযোজনা করেছিলেন কৃষ্ণদেব শোরে।

এছাড়াও ১৯৮৮ সালে ‘মহাযুদ্ধ’ নামের একটি ছবি পরিচালনা করেছিলেন রণবীরের বাবা। সেই ছবিতে অভিনয় করেছিলেন গুলশান গ্রোভার, মুকেশ খান্না, কাদের খান এবং পরেশ রাওয়ালের মত অভিনেতারা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রয়াণবলিউডবলিউড অভিনেতারণবীর শোরে