কৈশোরের ক্লাব সেভিয়ায় ফিরলেন সার্জিও রামোস। একবছরের চুক্তিতে ক্লাবটিতে খেলবেন স্পেনিয়ার্ড ডিফেন্ডার। চুক্তি শেষ হওয়ার পর আরও একবছরের জন্য বৃদ্ধি করতে পারবেন, এমন সুযোগ রয়েছে।
৩৭ বর্ষী রামোস গত জুলাইয়ে পিএসজির সাথে দুবছরের চুক্তি শেষের পর ফ্রি-এজেন্ট হয়ে বসেছিলেন। তাকে নিতে সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদ, গ্যালাতাসারেই, এফসি পোর্তো এবং মেজর লিগ সকারের বেশ কয়েকটি ক্লাব আগ্রহী ছিল।
২০২১ সালের জুলাইয়ে পিএসজিতে গেলে চোটের কারণে খুব বেশি মাঠে নামতে পারেননি রিয়ালের সাবেক অধিনায়ক। দুই মৌসুমে প্যারিসে লিগ ওয়ানের দুটি শিরোপা জিতেছেন।
স্পেনের বিশ্বকাপজয়ী রামোস ২০০৫ সালে মাদ্রিদে যোগ দিয়ে ১৬ বছর খেলেছিলেন। তিনি পাঁচটি লা লিগা শিরোপা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান রামোস। ২০১০ সালে সাউথ আফ্রিকায় বিশ্বকাপ জিতেছেন। ২০০৮ এবং ২০১২ সালে স্পেনের ইউরোজয়ী দলের সদস্যও ছিলেন।
বিজ্ঞাপন