হারার পর ফটো-সাংবাদিককে ধাক্কা দিয়ে বসেছেন রামোস

মেজাজ হারানো, খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি-ধাক্কাধাক্কিতে লাল কার্ড দেখে অনেকবার শিরোনাম হয়েছেন সার্জিও রামোস। পিএসজির স্প্যানিশ সেন্টারব্যাক এবার গণমাধ্যম কর্মীকে ধাক্কা দিয়ে শিরোনামে এলেন।

পার্ক ডে প্রিন্সেসে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্নের কাছে হেরেছে পিএসজি। খেলা শেষে ঘরের মাঠে পুরো দল দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছিল। এমন সময়ের ঘটনা।

পুরো দলের ছবি নেয়ার জন্য ফটোগ্রাফাররা আশেপাশে ঘুরছিলেন। তাদের একজন পেছন থেকে ধাক্কা দিলে তাকে সাবধান করেন লিগ ওয়ান জায়ান্টদের ডিফেন্ডার রামোস। আরেকজন খেয়াল না করে তার শরীরের সঙ্গে লেগে ছবি তুলতে গেলে ধাক্কাই দিয়ে বসেন।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স লিগপিএসজিরামোসস্পেন