স্পেন দলে জায়গা পেলেন না রামোস

এনরিকের দলে নেই ফাতি-ডি গিয়াও

স্পেনের হয়ে আবার নামতে পারবেন সার্জিও রামোস? চোটাক্রান্ত পিএসজির তারকাকে নিয়ে চলা আলোচনাটা উস্কে দিয়েছেন কোচ লুইস এনরিকে। উয়েফা নেশনস লিগের দুটি ম্যাচ সামনে রেখে দেওয়া দলে রক্ষণভাগের অভিজ্ঞ তারকাকে বাদ দিয়ে দিয়েছেন। জায়গা পায়নি বার্সেলোনার আনসু ফাতি ও ম্যানচেস্টার ইউনাইডেটের ডেভিড ডি গিয়াও।

বিশ্বকাপের আগে খেলোয়াড়দের বাজিয়ে দেখার শেষ সুযোগে ২৫ খেলোয়াড়ের নাম ঘোষণা করেছেন এনরিকে। সুইজারল্যান্ড ও পর্তুগালের বিপক্ষে স্কোয়াডে চমক হিসেবে নিকো উইলিয়ামসকে টেনেছেন তিনি। অ্যাথলেটিকো বিলবাওয়ে খেলা ২০বর্ষী তারকা উইঙ্গার ছাড়াও জায়গা পেয়েছেন ২৯ বছর বয়সী তারকা স্ট্রাইকার বোর্জা ইগলেসিয়াস।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

রামোস স্পেনের জার্সিতে খেলছেন তাও প্রায় ১৮ মাসের বেশি সময় আগে। ২০২০ সালের ইউরোর পর ২০২১ সালের কসোভার বিপক্ষে স্কোয়াডে ছিলেন সাবেক অধিনায়ক। এখন পর্যন্ত রেকর্ড ১৮০ বার লা রোজাদের হয়ে মাঠে নামার রেকর্ড গড়েছেন রামোস। নিজের ক্লাব পিএসজিতে নিয়মিত খেললেও শঙ্কায় আছেন জাতীয় দলের হয়ে খেলায়!

সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারের জাতীয় দলের শেষও দেখে ফেলেছেন অনেকে। কোচ এনরিকের দলে জায়গা না পাওয়ায় গুঞ্জনটি আরও চাউর হলো। নভেম্বরে শুরু হতে যাওয়া বিশ্বকাপে কোচের নজরে যে রামোস নেই তা এখন অনেকটা পরিষ্কার। তবে এনরিকে বলেছেন ভিন্ন কথা, ‘এমন অভিজ্ঞ খেলোয়াড় সন্দেহাতীতভাবে আবার জাতীয় দলে ফিরবে।’

আনসু ফাতিকেও দলে রাখতে পারেননি এনরিকে। তবে তরুণ এই বার্সা তারকার কাছ থেকে অনেক কিছু চাচ্ছে কোচ। এমনকি তরুণ নিকোকেও নিয়েও আশা দেখছেন এনরিকে। সেল্টা ভিগোর বর্ষীয়ান স্ট্রাইকার লুকাস আসপাসকে নিয়েও বাজি ধরেছেন স্পেনের কোচ।

নেশনস লিগে ২৪ সেপ্টেম্বর সুইজারল্যান্ডকে আমন্ত্রণ জানাবে স্পেন। তিনদিন পর পর্তুগালের মাটিতে গিয়ে খেলবে লা রোজা দল। লিগে ৪ ম্যাচে ২টি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে স্পেন। ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রোনালদো-ফার্নান্দেজদের পর্তুগাল।

এনরিকেডি গিয়ানেশনস লিগপিএসজিফাতিরামোসলিড স্পোর্টস