রমজানের প্রথম ১০ দিন এবং পরবর্তী ১০ দিন,এর মধ্যে পুরো রমজান মাসে একটি আমল, কলেমা বেশি করে পড়া, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, তিলাওয়াত বেশি বেশি করে করা। আল্লাহর নবী হযরত মোহাম্মদ (সা:)রমজানুল মোবারকে জিবাঈল আল্লাহি ওয়া সাল্লামের সাথে দুইবার কোরান মজিদ তিলওয়াত করতেন। অতএব আমরা রমজান মাসে কোরান মজিদ তিলাওয়াত করবো। আল্লাহর কাছে ইস্তিগফার পড়বো। এক হাদিস শরিফে আছে, যে রমজান মাস পেয়েও যে নিজের পাপমুক্তি করতে না পারে, জান্নাতের অধিকারি সে না হতে পারে, তবে সে ধ্বংস হয়ে যাক। এত পরিমানে আল্লাহর তরফ থেকে রহমতের বৃষ্টি হবার পরেও যদি এই অবারিত রহমত সে চেয়ে নিতে না পারে তবে সে দুর্ভাগা।
বিজ্ঞাপন