রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ: পাশের হার ৩৮ শতাংশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের  স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পাশের হার শতকরা ৩৮ দশমিক ২৩ শতাংশ।

মঙ্গলবার দুপুরে বিজ্ঞান অনুষদের অধিকর্তা ও ‘সি’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক সাহেদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানতে চাইলে তিনি জনান, এবছর ‘সি’ ইউনিটে (বিজ্ঞান) ১৫৫৮টি আসনের বিপরীতে পরীক্ষা দেন ৬২ হাজার ৮৩৮ জন। পাস করেছেন ২৩ হাজার ৯৯৫ জন। পাশের হার শতকরা ৩৮ দশমিক ২৩ শতাংশ।

‘সি’ ইউনিটে সর্বোচ্চ ৯২ দশমিক ৭৫ পেয়ে গ্রুপ-২ এ প্রথম হয়েছেন এক শিক্ষার্থী।

তিনি আরও বলেন, গ্রুপ-১ এ প্রথম হয়েছেন ৮৭ দশমিক ৫৫ নম্বর পেয়ে। গ্রুপ-২ এ ৯২ দশমিক ৭৫, গ্রুপ-৩ এ ৮৪ দশমিক ০৫ এবং গ্রুপ-৪ এ ৮৪ দশমিক ৮৫ পেয়ে পৃথকভাবে প্রথম হয়েছেন।

‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে বিশ্ববিদ্যালয়ের(https://admission.ru.ac.bd/undergraduate/) ওয়েবসাইটে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়