ইন্ড্রাস্টি যেন কৃত্রিম সৌন্দর্যের দাস হয়ে গেছে: ক্ষুব্ধ রাধিকা

গেল কয়েক বছর ধরে বলিউড তারকাদের অনেকেই ব্যস্ত প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজেদের মুখ ও শরীর বদলাতে। ক্রমাগত যেন বেড়েই চলছে এই সংস্কৃতি। সম্প্রতি সেই প্রসঙ্গে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে।

ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাধিকা বলেছেন, মুম্বাইয়ের দম বন্ধ করা পরিবেশে অস্বস্তি হয় তার। বলিউডের সহকর্মীরা সবাই প্লাস্টিক সার্জারি করে নিজেদের মুখ ও শরীর বদলাতে ব্যস্ত। ইন্ড্রাস্টি যেন কৃত্রিম সৌন্দর্যের দাস হয়ে গেছে। এজন্যই খুব ক্লান্ত বোধ করেন ছত্রিশ বছর বয়সী এই অভিনেত্রী।

তার কথায়, বয়স তো বাড়বেই। তাই বলে ত্বকের ভাঁজ ঢাকতে একাধিক অস্ত্রোপচার করে যাবো? স্বাভাবিক ত্বক কি এতটাই ঘৃণ্য? অথচ বিষয়টি নিয়ে কেউ একবারও প্রতিবাদ করে না কিংবা প্রসঙ্গটি নিয়ে বলেন না, এটা ভুল। আক্ষেপই যেন ঝড়ে পড়ে ‘আন্ধাধুন’ খ্যাত এই অভিনেত্রীর।

সিনেমার শুটিংয়ের কাজে মুম্বাইয়ে অবস্থান করলেও তা শেষ হওয়া মাত্রই লন্ডনে উড়ে যান রাধিকা। স্বামীর সঙ্গে থাকেন ক’টা দিন। সেখানে ভালো সময় তো কাটেই। একই সঙ্গে লন্ডনের বাতাস মুম্বাই থেকে বেশি শুদ্ধ বলে মনে করেন রাধিকা।- ইন্ডিয়ান এক্সপ্রেস

বিজ্ঞাপন

ইন্ডাস্ট্রিকৃত্রিমপ্লাস্টিক সার্জারিবলিউডবলিউড অভিনেত্রীরাধিকা আপ্তেলন্ডনশুটিংসিনেমা