নক আউটে মুখোমুখি আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া, ফ্রান্স-পোল্যান্ড

সুযোগ ছিল সি গ্রুপের সব দলের সামনেই। দৌড়ে এগিয়ে গেছে আর্জেন্টিনা। পোল্যান্ডের বিপক্ষে নজরকাড়া ফুটবল উপহার দিয়ে লিওনেল মেসিরা জিতে নিয়েছেন বাজি। সৌদি আরবের বিপক্ষে হেরে যে দুঃস্বপ্নের শুরু হয়েছিল, টানা দুই জয়ে শেষপর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় গেছে আলবিসেলেস্তেরা, সঙ্গী গ্রুপ রানার্সআপ পোল্যান্ড।

বুধবার রাতে গ্রুপপর্বের শেষ রাউন্ডে পোল্যান্ডের বিপক্ষে নেমেছিল আর্জেন্টিনা, জয় তুলেছে ২-০ ব্যবধানে। অন্য ম্যাচে সৌদি আরবের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে মেক্সিকো, ২-১ গোলে। কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে পড়ে সেরা ষোলোতে যাওয়া হয়নি মেক্সিকানদের।

দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নক আউটে ডি গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। সি গ্রুপের রানার্সআপ পোল্যান্ডের পয়েন্ট ৪, সেরা ষোলোয় খেলবে ডি গ্রুপের চ্যাম্পিয়ন ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে।

৩ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে আর্জেন্টিনা। পরেরদিন রাত ৯টায় ফ্রান্সের মুখোমুখি হবে পোল্যান্ড।

পোল্যান্ডের মতো সি গ্রুপে ৪ পয়েন্ট মেক্সিকোরও। তারা গোল পার্থক্যে পিছিয়ে তিনে থেকে আসর শেষ করল। সৌদি আরব ৩ পয়েন্ট নিয়ে শেষ করল তলানিতে থেকে।

দিনের প্রথম দুই খেলার একটিতে নেমেছিল সবার আগে নক আউটের টিকিট কেটে রাখা ফ্রান্স। গ্রুপপর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা-নিরীক্ষা করতে যেয়ে তিউনিশিয়ার বিপক্ষে অঘটনের শিকার হয়েছে দলটি। এডুকেশন সিটি স্টেডিয়ামে ১-০ গোলে হেরে বসে তারা। আরেক ম্যাচে ডেনমার্ককে হতাশায় ডুবিয়ে ১-০ গোলের জয়ে নক আউটে পা রেখেছে অস্ট্রেলিয়া।

ডি গ্রুপে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স। সমান ৬ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ অস্ট্রেলিয়া। টেবিলের তিনে থেকে আসর শেষ করেছে তিউনিশিয়া, পয়েন্ট ৪। ডেনমার্ক ১ পয়েন্ট তুলে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ পোল্যান্ডফিফা বিশ্বকাপ মেক্সিকোফিফা বিশ্বকাপ সৌদি আরবমেসিলেভান্ডোভস্কিসেমিলিড ফিফা বিশ্বকাপস্কালোনিস্টেডিয়াম ৯৭৪