ফ্রেঞ্চ কাপ অধরাই থাকল মেসির

লিওনেল মেসি খেলেছেন, এমন একটি কাপের শিরোপা অধরাই থাকল বিশ্বচ্যাম্পিয়ন মহাতারকার। পিএসজিতে ২০২১ সালে নাম লিখিয়ে, ক্লাবটির হয়ে ফ্রেঞ্চ কাপের দুই আসরে খেলে ফেললেন আর্জেন্টাইন কিংবদন্তি। দুবারই রাউন্ড-১৬ পর্ব শেষ হয়েছে ফরাসি জায়ান্টদের অভিযান।

বুধবার রাতে অলিম্পিক মার্শেই’র কাছে হেরে শেষ ষোলোয় শিরোপা দৌড় থেমেছে পিএসজির। ফ্রেঞ্চ কাপের লড়াইয়ে ২-১ গোলে হেরেছে তারা। অ্যালেক্স সানচেজ ও ম্যালিনোভস্কি গোল করেছেন মার্শেই’র হয়ে। পিএসজির একমাত্র গোলটি সার্জিও রামোসের।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

মার্শেই’র ঘরের মাঠে চিরচেনা ১০ নম্বর জার্সিতে নেমেছিলেন মেসি। ফরাসি ক্লাবটিতে ৩০ নম্বর জার্সি পরেন তিনি। ১০ নম্বর পরেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ফ্রেঞ্চ কাপের নিয়মানুযায়ী শুরুর একাদশে থাকতে হবে ১ থেকে ১১ নম্বর জার্সি। মেসির সম্মানার্থে এদিন ১০ নম্বর জার্সি ছেড়ে দেন বন্ধু নেইমার। তিনি পরেছেন ১১ নম্বর জার্সি। চোটের কারণে দলে ছিলেন না কাইলিয়ান এমবাপে।

ম্যাচে শুরু থেকেই পিএসজিকে চেপে ধরেছিল মার্শেই। টানা আক্রমণে এগিয়ে যাওয়ার সুযোগ আসে তাদের সামনে। বক্সে ফাউল করেন রামোস। পেনাল্টিতে গোল আদায় করেন মার্শেই ফরোয়ার্ড অ্যালেক্স সানচেজ। প্রথমার্ধের যোগ করা সময়ে ভুলের মাশুল শোধ করেন রামোস। কর্নার থেকে আসা বলে হেডে গোল করে পিএসজিকে সমতায় ফেরান স্প্যানিশ ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে লড়াই। দুদলই মরিয়া হয়ে ওঠে গোল পেতে। এগিয়ে যাওয়ার দারুণ কিছু সুযোগ হাতছাড়া হয় মেসি-নেইমারদের। ৫৭ মিনিটে সুযোগ আসে মার্শেই’র সামনে। হাতছাড়া করেননি ম্যালিনোভস্কি।

২-১ গোলে পিছিয়ে পড়ে মেসি নেইমারদের গোল পেতে চেষ্টার কমতি ছিল না। ক্রিস্তোফ গালতিয়েরের শিষ্যরা গোল শোধ করতে পারেননি, মার্শেই’র কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে।

গত মৌসুমের ফ্রেঞ্চ কাপেও খেলেছিলেন মেসি। রাউন্ড-১৬ এ পেনাল্টিশ্যুটে ৬-৫ ব্যবধানে নিসের কাছে হেরেছিল পিএসজি।

এমবাপেনেইমারপিএসজিফ্রেঞ্চ কাপমার্শেইমেসিরামোসলিড স্পোর্টসসানচেজ